Sunday, June 10, 2012

মিথুন (২২ মে - ২১ জুন ) : সহকর্মীদের বৈশিষ্ট্য

আপনার অফিসে কি এমন কর্মকর্তা কিংবা কর্মচারী রয়েছে যারা খুব দ্রুত কথা বলে, দ্রুত চলাফেরা করে চিন্তা ভাবনাও করে দ্রুত? তারা কি দেখতে তরুণ, আর নিজেদের বয়স ভুলে ছেলেমানুষী আচরণ করে? তাদেরকে ঠিক বোঝা যায় না? তারা কি অস্খির, সৎ এবং অধৈর্য? আপনি সত্যই একজন স্মার্ট বস্! আপনি ঠিকই কিছু মিথুনকে নিয়োগ করেছেন। কেন, সেটা বোঝা কোন কঠিন ব্যাপার নয়। তাদের চমৎকারিত্ব আর চালাকি আর বলাই বাহুল্য তাদের সৃষ্টিশীল কল্পনা আর চিত্তাকর্ষক বুদ্ধিমত্তা দেখে আপনি নিজেকে ফেরাতে পারেন নি। এখন যেহেতু বুধ-শাসিত মানুষগুলোর কাজকর্ম সামনা সামনি পর্যবেক্ষণের সুযোগ আপনার হয়েছে তাহলে আপনি নিশ্চয়ই জেনেছেন যে কোন বিমূর্ত ব্যাপারকে একটা কার্যকর সূত্রের আকারে তৈরি করবার ক্ষেত্রে অফিসে তাদের সমকক্ষ আর কেউ নেই। আপনার কুম্ভ কর্মকর্তা/কর্মচারী বন্যের মতো একটা বিমূর্ত ব্যাপারকে সমুখে তুলে আনতে পারবে, আপনার মেষ কর্মকর্তা/কর্মচারী উত্তেজনার আতিশয্যে আগুন-গরম একটা পরিকল্পনা উপস্খাপন করতে সক্ষম, আর কন্যা কর্মকর্তা/কর্মচারী বিশদ হিসাব নিকাশগুলো বিন্দুমাত্র ভুল ছাড়াই পরিচ্ছন্নভাবে টুকে রাখতে পারবে। কিন্তু মিথুন এই তিনটি কাজ একাই করতে পারবে।

কিন্তু এই তিন গোষ্ঠির কর্মকর্তা/কর্মচারীকে চাকুরিচ্যুত করবার আগে স্মরণ করুন, মেষদের অতি দৃঢ় চালিকাশক্তিটা মিথুনদের মধ্যে নেই, আর ওভারটাইম কাজ করতেও তার আগ্রহ নেই। আর কুম্ভের মতো ধীর স্খির লক্ষ্য অনুযায়ী কাজ করবার ধৈর্যটা নেই। আর সে কোনদিনই বুঝবে না কন্যাদের অন্তহীন, উজাড় আত্মনিয়োগের মাহাত্য। আমরা অন্য রাশিগুলোকে নাই টানলাম এ আলোচনায়। আপনি নিশ্চয়ই এর মধ্যেই সাধারণ একটা ধারণা নিতে সক্ষম হয়েছেন। আপনার মিথুন কর্মকর্তা/কর্মচারীর চরিত্রে দ্বৈততা থাকলেও সে একাই সবকিছু করতে সক্ষম নয়। সে একাই একশ এরকম ভাববার কোন কারণ নেই। একাই একশ হবার ক্ষেত্রে অন্য সবার থেকে তার সম্ভবনা অনেক বেশি যদিও অন্যান্য কর্মকর্তা/কর্মচারীদেরকেও আপনার একই রকম প্রয়োজন হবে। বিস্তারিত...

No comments:

Post a Comment