Wednesday, June 6, 2012

বৃষ (২১ এপ্রিল-২১ মে) : সাধারন বৈশিষ্ট্য

কীভাবে চিনবেন

ভ্রমণের পোকা আমার এক বন্ধু দুনিয়ার সব জায়গাতেই অন্তত দু’বার যাওয়া হয়ে গিয়েছিল তার একদিন স্মৃতিচারণ করে সে বললো যে, ট্র্যাম্প স্টিমারে চড়ে দক্ষিণ স্পেনে তার প্রথম ভ্রমণের স্মৃতি সে কোনদিন ভুলতে পারবে না একদিন সে ডকে দাঁড়িয়ে সমুখের সৌন্দর্যের প্রশংসা করছিল উপভোগ করছিল উজ্জ্বল নীল ভূমধ্যসাগরের মধ্যে চমৎকারভাবে জেগে ওঠা বিশাল এক শিলাখন্ড জাহাজের কেউ চিৎকার করে উঠলো, ‘দেখ দেখ, গিব্রালটারের শিলাখন্ড!’ ভয় শ্রদ্ধা আর অবাক বিস্ময়ের মাধুর্যে আমার বন্ধু এই শিলাখন্ডের একটা ছবি তার বাড়ির লোকজনের জন্য তুলে নিলেন এরপর সে তার পাশের চেয়ারে বসা অনাসক্ত কিশোরটির দিকে চোখ ফেরালেন আর কাব্যিক ভঙ্গিতে বললেন, ‘কি সুন্দর তা-ই না? কতই না জল এই পাথরগুলোর উপরে আছড়ে পড়েছে শতাব্দীর পর শতাব্দী ঝড় এসে আঘাত হেনেছে এর গায় আর্মিরা হত্যা করতে চেয়েছে সভ্যতা এসেছেন্ধ আবার পুরনো হয়ে অতীত হয়ে গেছে কিন্তু এই শিলাখন্ড ঠিক এখানেই রয়ে গেছে কোন কিছুই এটাকে বদলাতে পারেনি আর কেউ এটাকে সরাতেও পারে না’ কিশোরটি উত্তর করলো, ‘হ্যাঁ, আমাকে আমার বুড়ো মানুষটার কথা মনে করিয়ে দিলেন’

কিশোরটির বাবা মে মাসে জন্ম নিয়েছিলেন আর এভাবেই আপনি একজন বৃষ অর্থাৎ ষাঁড়কে চিনতে পারেন এদেরকে পাওয়ার সবচে’ উর্বর সম্ভবনাযুক্ত স্খানগুলো হলো কোন ফার্ম ব্যাংক কিংবা রিয়েল এস্টেট অফিস কিন্তু অন্যান্য তৃণভূমিতেও, দু:খিত পেশাতেও এদেরকে চড়ে খেয়ে বেড়াতে দেখতে পাবেন ইঞ্জিনিয়ার, নায়ক-নায়িকা, কর্মচারী, মালি, রাজা-রানী, চিমনি পরিষ্কার করার লোক, কসাই, পাউরুটি, কেক ইত্যাদি প্রস্তুতকারী, কিংবা মোমবাতি প্রস্তুতকারকন্ধ এদের সবার মধ্যেই বৃষজাতকদের খুঁজে পাবেন খুব শক্ত গোছের কোন নীরব মানুষকে দেখলেই বুঝতে পারবেন যে সে বৃষ জাতক তার খুব ঘনিষ্ট হওয়ার আগ পর্যন্ত তার যে মুদ্রাদোষগুলোর সঙ্গে পরিচিত হবেন সেগুলো হলোন্ধ হ্যাঁ, নাহ, ধন্যবাদ, দেখা হবে আর নাহ-এর ব্যতিক্রম হিসেবে আহ-আহ তার জন্মের সময় যদি মিথুন, মেষ, ধনু ইত্যাদির প্রকট কোন প্রভাব পড়ে থাকে তবে সে কিছুটা বাচাল প্রকৃতির হবে আর হাঁটার সময় কিছুটা লাফিয়ে চলবে কিন্তু বৃষের প্রকৃত নমুনাসূচিত যারা তারা সাধারণত সাবধানে পরিচ্ছন্নভাবে হাঁটে আর কথা বলে গুছিয়ে মেপে মেপে। বিস্তারিত...

No comments:

Post a Comment